
ছবি: আপন দেশ
সাহিত্য অ্যাকাডেমি চাঁদপুরের তৃতীয় সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এ সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, সাহিত্য-সংস্কৃতি চর্চার জন্য আড্ডা জরুরি। আড্ডায় মুক্ত আলোচনা হয়, যুক্তি-তর্কের আলোচনা হয়। আড্ডা মানুষকে বাঁচিয়ে রাখে। আড্ডার সঙ্গে তারুণ্যের সম্পর্ক যুক্ত।
তিনি আরও বলেন, শিল্প-সাহিত্য পৃথিবীতে ধ্রুপদী। অনেক বিষয় পৃথিবীতে পুরাতন হয়ে গেছে। কিন্তু শিল্প-সাহিত্য পুরাতন হয় না, হবে না। শহীদ কাদরী, শামসুর রাহমান, আবদুল মান্নান সৈয়দরা বেড়ে উঠেছেন উত্তরাধুনিক কালে। গত শতাব্দির কালটি খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে বড় বড় ধরনের পরিবর্তন হচ্ছিল। লেখকরা এ সময়কে ধারণ করেছেন। নাগরিক কবি আগে ছিল না। গত শতকে নাগরিক কবিরা আত্মপ্রকাশ করলেন। তারা নগরযাপনের প্রতিক্রিয়া কবিতায় ধারণ করেছেন।
এ সময় সাহিত্য আড্ডায় বরেণ্য কবিদের নিয়ে আলোচনার জন্য আয়োজকদের ধন্যবাদও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিন অ্যাকাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে কবি-লেখকদের সরব উপস্থিতি ও আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় সভাপতিত্ব করেন অ্যাকাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী।
আরওপড়ুন<<>>চলনবিলে লেখক-কবিদের সাহিত্য আড্ডা
অ্যাকাডেমির পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিকের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাকাডেমির মহাপরিচালক কাদের পলাশ। তিনি বলেন, আজকের অনুষ্ঠান অনেক স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত হয়েছে। সাহিত্য অ্যাকাডেমির উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কাজ করছি। ইতোমধ্যে অনেকগুলো আয়োজন সম্পন্ন হয়েছে। আগামীতেও চাঁদপুরের সাহিত্যচর্চায় অ্যাকাডেমি ভূমিকা রাখবে। এ জন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আজাদ, কবি শামসুর রাহমান, কবি শহীদ কাদরী, আবদুল মান্নান সৈয়দকে নিয়ে আলোচনা করেন অতিথিরা। এছাড়া কবি ও লেখক নুরুন্নাহার মুন্নি সম্পাদিত ছোটকাগজ ‘আখ্যান’র অরণ্য সংখ্যার মোড়ক উন্মোচন করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাকাডেমির পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূঁইয়া, ড্যাফোডিল কলেজের উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী, কবি পলাশ দে, কাজী সাইফ, ইয়াছিন দেওয়ান, সাইফুল খান রাজিব, কাশফীয়া কাফী, তাশফীয়া কাফী, সামিয়া আলম, মুনিয়া আলম, এম আর শোভন, মাহির প্রমুখ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।