Apan Desh | আপন দেশ

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিইউজে’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯, ২৮ আগস্ট ২০২৫

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিইউজে’র উদ্বেগ

সাংবাদিক সাগর চৌধুরীর

সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, সাংবাদিক সাগর চৌধুরী ভোলার কোর্টের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিলেন। ওই সংবাদের জেরে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করে।

আরও পড়ুন>>>সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন চায় ডিআরইউ

তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

ডিইউজে নেতারা আরও বলেন, কেউ কোনো সংবাদে সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানাতে পারেন। অথবা প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেন। কিন্তু আইনি পথে না হেঁটে সরাসরি মামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়