Apan Desh | আপন দেশ

র‌্যালির বদলে রাজধানীতে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি

নিজস্ব প্রতেবদক

প্রকাশিত: ১৪:৩৬, ১ সেপ্টেম্বর ২০২৫

র‌্যালির বদলে রাজধানীতে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি

বিএনপির লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (০১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের ০১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রমনা রেস্তোরাঁয় দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু।

এদিকে, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রোড়পত্র প্রকাশসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আরওপড়ুন<<>>‘বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মুল লক্ষ্য’

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাজধানীতে র‌্যালি করার কর্মসূচি দিয়েছিল বিএনপি। তবে সে কর্মসূচি বাদ দিয়েছে দলটি।

সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে, ঢাকায় বিএনপির আগামীকালের র‌্যালি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, র‌্যালির পরিবর্তে মজা পুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়