
ছবি: আপন দেশ
২৫ জুলাই ২০২২—তারিখটি আমাদের জন্য কেবল একটি আনুষ্ঠানিক সূচনা নয়, বরং একটি সাহসী অভিযাত্রার সূচনাবিন্দু। সে দিন থেকেই “ডেইলি আপন দেশ ডটকম” সংবাদপাঠের ডিজিটাল দুনিয়ায় যাত্রা শুরু করেছিল সত্য, বস্তুনিষ্ঠ ও সাহসের পতাকা হাতে। পথচলা সহজ ছিল না। প্রতিটি ধাপে ছিল বাধা, প্রতিকূলতা, এবং কখনো কখনো হুমকি-ধামকি কিংবা আইন নামধারী নিপীড়নের ফাঁস।
তবুও আমরা থেমে থাকিনি। কারণ, আমরা বিশ্বাস করি—সাংবাদিকতা হলো জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রহরী। আমাদের কলম যতদিন চলবে, ততদিন অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন থাকবে, প্রতিবাদ থাকবে।
ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ছায়া যখন লেখনীকে স্তব্ধ করে দিতে চেয়েছে, তখনো আপন দেশ আপোষ করেনি। আমরা জানি—লেখা বন্ধ হলে জনগণের কণ্ঠ স্তব্ধ হয়। তাই একঝাঁক নবীন-প্রবীণ, অভিজ্ঞ ও আপোষহীন সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে আপন দেশ অবিচল থেকেছে। আমরা অনুসন্ধান করেছি, প্রমাণসহ রিপোর্ট প্রকাশ করেছি, এবং সেসব রিপোর্টের ভিত্তিতে কখনো প্রশাসনিক ব্যবস্থা, কখনো আদালতের নির্দেশনাও এসেছে।
এ অর্জন কেবল আমাদের একার নয়। এটি পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সোশ্যাল মিডিয়ার অনুসারীসহ সবার সম্মিলিত যাত্রার ফসল।
চার বছরে পা রাখার এ মাহেন্দ্রক্ষণে আমরা নতুন করে প্রতিশ্রুতি দিতে চাই—মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের গণঅভূত্থানের স্পন্দন আমাদের সংবাদপত্রের হৃদস্পন্দন হয়ে থাকবে। দেশ, মানুষ, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আমরা আগামীতেও অটল থাকবো।
এ মুহূর্তে সংবাদপত্রের ওপর রাষ্ট্রের সরাসরি শ্বাসরোধ কমলেও, প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর চাপ, তথ্যের সংকট এবং স্বাধীন মত প্রকাশের অনিরাপদ পরিবেশ এখনো বিদ্যমান। সে বাস্তবতা সত্ত্বেও আমরা সাহস হারাইনি, হারাবোও না।
আমরা চাই, পাঠকের আস্থা, শুভানুধ্যায়ীদের ভালোবাসা, সহযোগী বিজ্ঞাপনদাতাদের অংশগ্রহণ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হোক।
চতুর্থ বর্ষে পদার্পণের এ মুহূর্তে “ডেইলি আপন দেশ ডটকম”-এর পক্ষ থেকে আমরা আমাদের সকল পাঠক, দর্শক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা ও সহকর্মীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও অভিনন্দন।
চলুন, আরও বড় স্বপ্ন দেখি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে।
আপনার পাশে থাকাই আমাদের সাহস।
– সম্পাদক
ডেইলি আপন দেশ ডটকম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।