Apan Desh | আপন দেশ

ফের জরিমানার মুখে ডা. জাহাঙ্গীরের আল্টিমেট অর্গানিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৪১, ২৭ আগস্ট ২০২৫

ফের জরিমানার মুখে ডা. জাহাঙ্গীরের আল্টিমেট অর্গানিক

জাহাঙ্গীর কবীর।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ফের অভিযান চালিয়েছে রাজধানীর বাড্ডায়। এ অভিযানে ডা. জাহাঙ্গীর কবীরের প্রতিষ্ঠান মেসার্স আল্টিমেট অর্গানিক লাইফ লিমিটেডকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার  (২৬ আগস্ট) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন>>>ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। তাকে সহযোগিতা করে ডিএমপি পুলিশ। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) মো. মশিউর রহমান, পরীক্ষক (মেট, রসায়ন) ও ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম অংশ নেন।

আল্টিমেট অর্গানিক লাইফ দুটি কারণে এ জরিমানা দেয়। বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) ছাড়পত্র ছাড়াই টুথপেস্ট বিক্রি করছিল তারা। এর জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়। বেশ কিছু পণ্য যেমন - ঘি, সরিষার তেল, নারিকেল তেল, চিয়া সিড, বাদাম, আপেল সিডার ভিনেগার ও লাল চালের মোড়কজাতকরণের নিবন্ধন ছিল না। এ অনিয়মের জন্য আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগেও এ প্রতিষ্ঠানটিকে একই ধরনের অনিয়মের জন্য জরিমানা করা হয়েছিল। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়