Apan Desh | আপন দেশ

নতুন সুখবর দিলেন মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২৬ আগস্ট ২০২৫

নতুন সুখবর দিলেন মিথিলা

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা

নতুন সুখবর দিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। এ অভিনেত্রী জীবনে যোগ করলেন নতুন এক অর্জন।

সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মিথিলা জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন তিনি।

স্ট্যাটাসে এ অভিনেত্রী লেখেন- অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এ মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি। যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।

আরওপড়ুন<<>>উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য, ক্ষমা চাইলেন অভিনেতা

মিথিলা আরও লেখেন, আমার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেয়ার মানে ছিল এ চ্যালেঞ্জ গ্রহণ করা। যেখানে আমাকে একদিকে পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয়ের কাজ এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে। অন্যদিকে এগিয়ে নিতে হয়েছে এ ডিগ্রির পথচলা। এ অভিজ্ঞতা আমাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে, শিখিয়েছে আমি আসলে কতটা সামলাতে পারি।

এরপর পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ। যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এ যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব। একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।

অভিনয়ের পাশাপাশি সমাজকর্ম ও শিক্ষা নিয়ে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার তার নামের সঙ্গে যুক্ত হলো নতুন পরিচয় ডক্টর. রাফিয়াত রশিদ মিথিলা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন