
ছবি: সংগৃহীত
লেখক, কবি ও সাহিত্যিকদের নিয়ে চলনবিলে দিনব্যাপী নৌকা ভ্রমণে অনুষ্ঠিত হলো সাহিত্য আড্ডা। রোববার (২৪ আগস্ট) ব্যাতিক্রম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন নাটোরের সিংড়া অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এক ঝাক নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক, লেখক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে চলনবিলে নৌকা ভ্রমণ ও সাহিত্যের আসর বসে। এ সময় ভ্রমণ করা হয় চলনবিলের কুন্দইল, তিশিঘালী, বিলশা, ১০ নং ব্রিজ, উপভোগ করা হয় প্রাকৃতিক সৌন্দর্য্য।
সংগঠনের সভাপতি এসএম রাজু আহমেদের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় আসরে স্বরচিত কবিতা পাঠ করেন প্রবীণ কবি আবুল হোসেন, আজাহার আলী, বাকি বিল্লাহ রশিদী, জুলহাজ কায়েম, তরুণ কবি সামাউন, রনজু রাহাত প্রমুখ।
সাহিত্য আসর শেষে পরিষদের পক্ষ থেকে তিন প্রবীণ কবির হাতে গুণীজন সম্মাননা পুরুস্কার তুলে দেয়া হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।