Apan Desh | আপন দেশ

‘বুয়েটে কেউই আমাকে পাত্তা দিত না’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৪৬, ৩১ আগস্ট ২০২৫

‘বুয়েটে কেউই আমাকে পাত্তা দিত না’

অভিনেত্রী অপি করিম। ফাইল ছবি

জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী অপি করিম। ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। পর্দায় অপি করিম মানেই একরাশ মুগ্ধতা। হোক নাটক কিংবা সিনেমা। ক্যারিয়ারের সোনালি সময় পেরিয়ে এখনও দর্শকদের মধ্যে জনপ্রিয় এ অভিনেত্রীর মুগ্ধতা বিদ্যমান।

লাস্যময়ী অপি করিমকে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তবে নিজ ভার্সিটি বুয়েটে কেউই তাকে পাত্তা দিতেন না! স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন অপি করিম। তবে বুয়েটে নিজের ডিপার্টমেন্টের কারো কাছেই পাত্তা পাননি তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের নানা গল্প তুলে ধরেন নন্দিত এ অভিনেত্রী।

যেখানে উঠে আসে অপি করিমের কলেজ জীবনও। এ অভিনেত্রী জানান, তাকে বুয়েটের কেউই পাত্তা দিত না। বিশেষ করে তার ডিপার্টমেন্টের। বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না, যোগ করেন অপি।

আরওপড়ুন<<>>সৃজিতকে সুখবর দিলেন মিথিলা

তিনি বলেন, আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাসটা ছাড়ত। তার আগেই স্টুডেন্ট দিয়ে বুয়েটের বাসটা ভরাট হয়ে থাকত। আমাকে কেউ কোনোদিন একবারও বলে নাই, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই গিয়েছি বেশির ভাগ দিন।

অপি করিম আরও বলেন, বুয়েটে ইনফ্যাক্ট আমি যদি অন্য ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম, তাহলে কেউ কেউ একটু খাতির যত্ন করত। কিন্তু বুয়েটে আমার ডিপার্টমেন্টে, মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র, কেউ আমাকে জীবনেও পাত্তা দেয়নি। যদিও এ বিষয়টিকে উপভোগ করেছেন এ অভিনেত্রী। তিনি জানান, এটা তার দরকারও ছিল। যার ফলে তার কখনো মনে হয়নি যে সবাই তাকে অ্যাটেনশন দিচ্ছে। 

অনুষ্ঠানের এক পর্যায়ে র্যাপিড ফায়ার সেকশনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপি। সেখানে জানান, তাকে সবাই রাগী ভাবেন। তবে নিজেকে আত্মভোলা বলেন তিনি। খাবারের ক্ষেত্রে সাদা পোলাও বেশ পছন্দ তার। সব ধরনেরই খাবার খেতে খুব ভালোবাসেন অপি। এছাড়া মাহফুজের সঙ্গে বেশি নাটকে কাজ করলেও পার্থ বড়ুয়ার সঙ্গেই তার জুটি দর্শক পছন্দ করেন বলে জানান এ অভিনেত্রী।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়