Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি  

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ২৫ আগস্ট ২০২৫

কুড়িগ্রামে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি  

ছবি: আপন দেশ

কুড়িগ্রামে ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। 

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সরকারি বালক, বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা শিক্ষা শিক্ষা অফিসের উদ্যোগে এ স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) মো. জাকির হোসেন এ স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকি, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) মোছা. গোলেনুর বেগম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক মো. মহসিন আলী, সহকারী প্রধান শিক্ষিক মো. হুমায়ুন কবির জেহাদী ও সিনিয়র শিক্ষক খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

৫ দফা দাবি হলো- স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেড ধরে চার স্তরের অ্যাকাডেমিক পদসোপান, অনতিবিলম্বে অঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ, মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শুন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরি আদেশ প্রদান।

আপন দেশ/এমএইচ 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়