
ছবি সংগৃহীত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ মাত্রার ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। সোমবার (০১ সেপ্টেম্বর) আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ভূমিকম্পে আহতের সংখ্যা ছাড়িয়েছে সহস্রাধিক। তালেবান কর্মকর্তারা খবর নিশ্চিত করেছেন।
তালেবান সরকার জানিয়েছে, সীমিত সরঞ্জামের কারণে তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা চাইছে। হেলিকপ্টার ব্যবহার করে মৃতদেহ পরিবহন এবং আহতদের চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ভূমিকম্পটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হানে। সঠিক ক্ষয়ক্ষতির তথ্য পেতে সময় লাগবে। আমরা বিশাল উদ্ধার অভিযান শুরু করেছি।
ভূমিকম্পটি মাত্র ৫ মাইল গভীরতায় হয়েছে, তাই প্রভাব বেশি ধ্বংসাত্মক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নোরগাল জেলা।
আরও পড়ুন<<>>আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত
প্রদেশের বিভিন্ন এলাকায় এখনও আফটারশক অনুভূত হচ্ছে। অনেক স্থানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ এবং ভূমিধস ও বন্যার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার কয়েকটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে উৎপত্তি ঘটে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। প্রায় ২০০ কিলোমিটার দূরে কাবুলে এবং ৪০০ কিলোমিটার দূরে ইসলামাবাদে কম্পন অনুভূত হয়েছে।
তালেবান কর্মকর্তারা বলছেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধারকাজে দ্রুত সহায়তার জন্য আন্তর্জাতিক সংস্থার সহায়তা প্রয়োজন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।