Apan Desh | আপন দেশ

ডেপুটি গভর্নর ড. হাবীব নজরদারিতে, ফেরত দিল এয়ারপোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৬, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০২:৫৭, ১ সেপ্টেম্বর ২০২৫

ডেপুটি গভর্নর ড. হাবীব নজরদারিতে, ফেরত দিল এয়ারপোর্ট

ফাইল ছবি

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে।

রোববার (৩১ আগস্ট) বিকেল পাঁচটার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে তার নামিবিয়া যাওয়ার কথা ছিল। এ অনুষ্ঠানে তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ১১জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। বাকি ১০জন যেতে পারলেও তাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে বিগত সরকারের সময়ে- গভর্নর, ডেপুটি গভর্নর ও সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের দুর্নীতি অনুসন্ধানে সম্প্রতি দুদককে চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়। এ তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে উঠার জন্য অপেক্ষায় ছিলেন। শেষ সময়ে তাকে ডেকে নিয়ে জানিয়ে দেয়া হয় তাকে ফ্লাই করতে না দেয়ার জন্য সরকারের দিক থেকে ম্যাসেজ আছে।

দুদক সূত্র বলছে, শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদে ডাকা হবে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

আরও পড়ুন<<>>বিতর্কিত দুই ডেপুটি গভর্নরের কারিশমা, ঝুঁকিতে কেন্দ্রীয় ব্যাংক

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন দুই ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস ও নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের। বিগত সরকারের নিয়োগ দেয়া হাবিবুর রহমান ও নূরুন নাহার ডেপুটি গভর্নর পদে বহাল আছেন।

ড. হাবিবুর রহমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসাবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!