Apan Desh | আপন দেশ

রাজশাহীতে গ্রামীণফোনের নতুন সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:২৬, ৩১ আগস্ট ২০২৫

রাজশাহীতে গ্রামীণফোনের নতুন সেন্টার উদ্বোধন

ছবি: আপন দেশ

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন রাজশাহীতে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) খুলেছে। এটি আলুপট্টি এলাকার কাছে অবস্থিত। এ সেন্টারটি উত্তরবঙ্গের গ্রাহকদের আরও ভালো সেবা দেবে।

নতুন জিপিসির ডিজাইন রাজশাহীর ঐতিহ্যকে তুলে ধরেছে। এর নকশায় রেশম গুটি ও মাটির ঘরের লোকশিল্পের ছোঁয়া রয়েছে। এতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। এ সেন্টারটি সম্পূর্ণ কাগজবিহীন। এতে সব ধরনের ডিজিটাল সরঞ্জাম আছে। এখানকার কর্মীরাও প্রশিক্ষিত, তাই দ্রুত ও ঝামেলামুক্ত সেবা পাওয়া যাবে। এটি টেকসই উন্নয়নে গ্রামীণফোনের প্রতিশ্রুতির একটি অংশ।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান এ সেন্টারটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের বিজনেস হেড মো. আতিকুল হোসেন ও হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ। গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তা ও অতিথিরাও ছিলেন।

আরও পড়ুন>>>ভাঙা আস্থা জোড়া লাগবে, নাকি বাড়বে সংকট?

ফারহা নাজ জামান বলেন, গ্রামীণফোন সবসময় গ্রাহকদের সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক তৈরি করতে চায়। এ নতুন জিপিসি তারই একটি উদাহরণ। এখানে আধুনিক ডিজিটাল সেবার সঙ্গে রাজশাহীর ঐতিহ্য মিশে আছে। এ সেন্টারটি শুধু দ্রুত সেবা দেবে না, এটি টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে। এটি রাজশাহীর তরুণদের জন্য খুবই সহায়ক হবে ও সব গ্রাহকের চাহিদা পূরণ করবে।

নতুন জিপিসিতে সিম প্রতিস্থাপন, নতুন সিম চালু, মালিকানা হস্তান্তর, রোমিং সুবিধা, হ্যান্ডসেট, রাউটার ও জিপি আইওটি সলিউশন যেমন: আলো ও জিপিফাইসহ বিস্তৃত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী থাকবে বিশেষ প্রমোশন, পরীক্ষামূলক ক্যাম্পেইন ও মৌসুমি অফার।

গ্রাহকরা জিপিসিটিতে আরও পাবেন তাৎক্ষণিক ছাড়, ব্যক্তিগত পরামর্শ ও ঘরে বসে সেবা পাওয়ার সুবিধা। সব মিলিয়ে এক ছাতার নিচেই থাকছে সুবিধা, সংস্কৃতি ও সংযোগের এক অনন্য সমন্বয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!