Apan Desh | আপন দেশ

খুলনায় সেতুর নিচে সাংবাদিকের মরদেহ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় সেতুর নিচে সাংবাদিকের মরদেহ

সিনিয়ার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। ছবি সংগৃহীত

খুলনার খানজাহান আলী (র.) রুপসা সেতুর নিচ থেকে  সিনিয়ার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই সাংবাদিক স্বেচ্ছায় সেতুর ওপর থেকে লাফ দিয়েছেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।

আরওপড়ুন<<>>নববধূকে দলবদ্ধ ধর্ষণ, স্বামী কারাগারে, বন্ধুরা মুক্ত!

নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইন্সপেক্টর আবুল খায়েক জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে তারা বুলুর মরদেহটি উদ্ধার করেন। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমন্ডল ক্ষতিগ্রস্থ ছিল। মরদেহের প্যান্টের পকেটে জাতীয় পরিচয়পত্র থাকায় পুলিশ সহজেই ওয়াহেদ-উজ-জামান বুলুকে শনাক্ত করতে পেরেছে।

ওয়াহেদ-উজ-জামান বুলু নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন ইব্রাহিম মিয়া রোডের বাসিন্দা মো. আকবর আলীর ছেলে। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং সংবাদ প্রতিদিন পত্রিকার খুলনার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান সাংবাদিকের মরদেহ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়