Apan Desh | আপন দেশ

অধিনায়ক লিটনের ফিফটিতে বাংলাদেশের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৪২, ৩০ আগস্ট ২০২৫

অধিনায়ক লিটনের ফিফটিতে বাংলাদেশের বড় জয়

অধিনায়ক লিটন দাস। ছবি সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটনের ফিফটিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের দেয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই ঝড়ো শুরুর ইঙ্গিত দেন ওপেনার পারভেজ ইমন। ইনিংসের প্রথম তিন বলেই বাউন্ডারি হাঁকান এ ওপেনার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৫ রান করে বোল্ড হন ইমন।

এরপর উইকেটে এসে মারমুখী ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস। ছয় বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন এ স্টাইলিশ ব্যাটার।

এর আগে শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিয়ে নামে নেদারল্যান্ডস। র্নিধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেননি ডাচরা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

ম্যাচের শুরুতেই শরিফুল ইসলামকে এক ওভারে তিন চার এবং শেখ মেহেদীকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ডাচদের উড়ন্ত শুরু এনে দেয়ার চেষ্টা করেছিলেন ডাচ ওপেনার ম্যাক্স ও’ডোড।

তবে তাসকিন বোলিংয়ে এসে তাকে থামিয়ে দেন। ঠিকঠাক সংযোগ না করতে পেরে জাকের আলীর ক্যাচ হয়ে ফেরেন ১৫ বলে ২৩ রান করা এ ব্যাটার। অন্য ওপেনার বিক্রমজিত সিং (৪) তেড়েফুঁড়ে খেলতে গিয়ে তাসকিনের বলেই বাউন্ডারিতে ইমনের ক্যাচ হয়েছেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ১৫ বলে ২৮ রানের জুটি ভাঙেন প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি একাদশে ফেরা সাইফ হাসান। দশম ওভারে লিটন তার হাতে বল তুলে দিতেই এডওয়ার্ডস (১২) এবং নিদামানুরুকে (২৬) সাজঘরের পথ দেখান তিনি।

সাইফের জোড়া শিকারের পর আর ব্যাট হাতে পথ খুঁজে পায়নি ডাচরা। নিজের কোটার শেষ দুই ওভারে আরও ২ উইকেট ঝুলিতে ভড়েন তিনি। ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে বল হাতে বাংলাদেশের নায়ক বনে যান সাইফ। একটি উইকেট শিকার করেছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়