
ছবি: আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নিদের্শ দেয়া হয়। তবে এ নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের শনাক্তের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। তবে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের কেউ কেউ হল ছাড়ছেন।
এর আগে, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার (৩১ আগস্ট) ভিসিসহ অ্যাকাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে ক্যাম্পাসের জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে একপক্ষ হামলা চালায়। তবে হামলাকারীদের পরিচয় এখনও চিহ্নিত করা যায়নি।
আরওপড়ুন<<>>বাকৃবি’র উপাচার্যসহ ২২৭ শিক্ষক অবরুদ্ধ
হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়।
ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের শিক্ষার্থীদের প্রায় এক মাস ধরে সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চলছিল। দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি সমন্বিত ডিগ্রি দেয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।