Apan Desh | আপন দেশ

‘মেইন রোডে রিকশা চললে ট্যাক্স দেব না’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৫৪, ৩১ আগস্ট ২০২৫

‘মেইন রোডে রিকশা চললে ট্যাক্স দেব না’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি সংগৃহীত

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে শুধু অভিনয় নয়, সমাজের নানা অসঙ্গতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এ অভিনেত্রী।

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নতুন নীতিমালা আসছে। এ ঘোষণার পর বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে চমক লেখেন, মেইন রোডে ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না। 

তবে অভিনেত্রী এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, রিকশা না চললে আমরা চলব কীভাবে? আরেকজন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, গরিবের পেটে লাথি মারছেন কেন?

আরওপড়ুন<<>>‘বুয়েটে কেউই আমাকে পাত্তা দিত না’

আরেকজন দীর্ঘ মন্তব্যে সমালোচনা করে লিখেছেন, ছোট থেকে রিকশায় যাতায়াত করেছেন, এখন একটু টাকা হয়েছে তো ভাব বাড়ছে। অনেকেই রিকশায় অফিস-আদালতে যায়, কাজ সারতে যায়। রিকশা বন্ধ হলে চালকরা কী খাবে? নিজের আগের অবস্থার কথা মনে করুন, অন্যকে ভালোবাসতে শিখুন। 

তবে চমকের মন্তব্যের সঙ্গে অনেকে সহমতও জানিয়েছেন। কেউ লিখেছেন, এটা ভালো উদ্যোগ। আবার কেউ লিখেছেন, একদম ঠিক বলেছেন, সবারই উচিত ট্যাক্স দেয়া বন্ধ করে দেয়া। 

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের চলমান সংঘর্ষ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে চমক লেখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি ব্যান করেন, প্লিজ! এগুলো আর নেয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন রুকাইয়া জাহান চমক। ২০২০ সালে অভিনয়ে নাম লেখান তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!