Apan Desh | আপন দেশ

‘মেইন রোডে রিকশা চললে ট্যাক্স দেব না’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৫৪, ৩১ আগস্ট ২০২৫

‘মেইন রোডে রিকশা চললে ট্যাক্স দেব না’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি সংগৃহীত

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে শুধু অভিনয় নয়, সমাজের নানা অসঙ্গতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এ অভিনেত্রী।

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নতুন নীতিমালা আসছে। এ ঘোষণার পর বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে চমক লেখেন, মেইন রোডে ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না। 

তবে অভিনেত্রী এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, রিকশা না চললে আমরা চলব কীভাবে? আরেকজন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, গরিবের পেটে লাথি মারছেন কেন?

আরওপড়ুন<<>>‘বুয়েটে কেউই আমাকে পাত্তা দিত না’

আরেকজন দীর্ঘ মন্তব্যে সমালোচনা করে লিখেছেন, ছোট থেকে রিকশায় যাতায়াত করেছেন, এখন একটু টাকা হয়েছে তো ভাব বাড়ছে। অনেকেই রিকশায় অফিস-আদালতে যায়, কাজ সারতে যায়। রিকশা বন্ধ হলে চালকরা কী খাবে? নিজের আগের অবস্থার কথা মনে করুন, অন্যকে ভালোবাসতে শিখুন। 

তবে চমকের মন্তব্যের সঙ্গে অনেকে সহমতও জানিয়েছেন। কেউ লিখেছেন, এটা ভালো উদ্যোগ। আবার কেউ লিখেছেন, একদম ঠিক বলেছেন, সবারই উচিত ট্যাক্স দেয়া বন্ধ করে দেয়া। 

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের চলমান সংঘর্ষ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে চমক লেখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি ব্যান করেন, প্লিজ! এগুলো আর নেয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন রুকাইয়া জাহান চমক। ২০২০ সালে অভিনয়ে নাম লেখান তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা