Apan Desh | আপন দেশ

‘কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না’

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৪, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৫৪, ২৯ আগস্ট ২০২৫

‘কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না’

কুমিল্লার চান্দিনায় বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সব ভালো মানুষ। আপনারা কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না।

তিনি বলেন, আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ। তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের ক্ষতি করেননি।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজ মাঠে পৌর এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মান্না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমরা সরকারে গেলে এ দেশের প্রত্যেক বেকারকে ১ হাজার টাকা করে বেকার ভাতা দেব। এক পরিবারে চারজন থাকলে ৪ হাজার টাকা বেকার ভাতা পাবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, সে পাচারকৃত টাকা দেশের বেকারদের ভাতা দিলেও এতো টাকার প্রয়োজন হতো না।

আরওপড়ুন<<>>জামায়াতে যোগ দিলেন কৃষকদল নেতা

মান্না বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে তার নেতাকর্মীরা দেড় লাখ কোটি টাকা বিদেশে পাচার করে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা ভোটের অধিকার জিতেছি। যে কোনোভাবে তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম।

চান্দিনা পৌর এলডিপির সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ.কে.এম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়