Apan Desh | আপন দেশ

‘ওরিকে দেখিয়ে বলি উনি আমার স্বামী’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:১৫, ৩০ আগস্ট ২০২৫

‘ওরিকে দেখিয়ে বলি উনি আমার স্বামী’

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও তার বন্ধু ওরি

বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর কি সত্যিই বিবাহিত? সম্প্রতি এ নায়িকা নিজেই এমন দাবি করে চমকে দিয়েছেন অনুরাগীদের। আর তাতেই শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠেছে, জাহ্নবী বিবাহিত হলে, বনি কাপুরের জামাই কে?

বলি অভিনেত্রী তার ‘স্বামী’ হিসেবে পরিচয় দিয়েছেন তার কাছের বন্ধু এবং ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণিকে, যিনি বি-টাউনে ‘ওরি’ নামে পরিচিত। তাদের একসঙ্গে পার্টি করতে, ছুটি কাটাতে বা রেস্তোরাঁয় প্রায়ই দেখা যায়। কিন্তু কবে হলো তাদের বিয়ে? চার হাত কি সত্যিই এক হয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য?

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, তিনি যখন বিদেশে থাকেন, তখন প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন পরিস্থিতি এড়াতে, ‘আমি বিবাহিত’— এ অজুহাত ব্যবহার করেন তিনি। একবার তো এমনও ঘটেছে, এক অস্বস্তিকর মুহূর্তে ওরিকেই নিজের স্বামী বলে পরিচয় দিয়েছেন, শুধুমাত্র পরিস্থিতি সামাল দিতে!

আরও পড়ুন<<>>নতুন ভূমিকায় আসছেন জয়া

সম্প্রতি সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন জাহ্নবী কাপুর। সেখানে তিনি অকপটে ভাগ করে নেন তার ব্যক্তিগত জীবন, প্রেমের অভিজ্ঞতা এবং প্রথম ডেটের স্মৃতিময় অনুভূতি। আলোচনার এক মজার মুহূর্তে তাকে প্রশ্ন করা হয়— প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? হেসে জাহ্নবী জানান, একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিয়েছিলেন, যাতে কেউ তাকে প্রেমের প্রস্তাব না দেন।

তার দাবি, অনেক বারই বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এমন পরিস্থিতি ভারতের বাইরে ঘটে। অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন, বা এমন কিছু আনতেন যা আমি আদৌ অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম— ও আমার স্বামী।

বর্তমানে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে থাকা জাহ্নবী জানান, প্রথম ডেটের ক্ষেত্রে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ানুবর্তিতা। তিনি বলেন, প্রথম ডেটটা আমার কাছে বিশেষ। কেউ দেরি করে এলে সেটা খারাপ ইঙ্গিত। বরং আগে এসে অপেক্ষা করাটা অনেক বেশি আন্তরিক। একটু নার্ভাস দেখানোও ভালো, তাতে আন্তরিকতা বোঝা যায়। আমার কাছে আবেগপূর্ণ, অদৃশ্য ইঙ্গিতগুলো অনেক বেশি মূল্যবান, বস্তুগত উপহারের চেয়ে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: