Apan Desh | আপন দেশ

বাংলাদেশের সিরিজ জয়, নাকি নেদারল্যান্ডসের সমতা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৮, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:২৫, ১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের সিরিজ জয়, নাকি নেদারল্যান্ডসের সমতা

বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৃশ্য

টি-টোয়েন্টি সংস্করণে টাইগারদের অবস্থান মোটেও ভাল ছিল না। ২০২২ বিশ্বকাপ পর্যন্ত আসরের মূল পর্বে কোন জয়ই ছিল না। মাঝে অবশ্য সাফল্য এসেছে তবে তা কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বা ওই সময়ের সহযোগী সদস্য আফগানিস্তানের বিপক্ষে।

তবে গেল কয়েক বছরে বাংলাদেশ টি-টোয়েন্টিতে নিয়মিত সাফল্য পাচ্ছে। আর গত কয়েক সিরিজে নিয়মিত পারফরম করে সাফল্য আনছে। সে ধারাবাহিকতায় আরেকবার টানা তিনবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

প্রথম ২০২১ সালে টানা তিনটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর তৃপ্তি মেলে। সে তৃপ্তি ২০২১ বিশ্বকাপে একেবারে হাওয়ায় মিলিয়ে যায়।

এরপর ২০২২-২৩ মৌসুমে আবার এই ফরম্যাটে তিনটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। আগের সবগুলোই ছিল ঘরের মাঠে। এবার একটু ব্যতিক্রম।

আরও পড়ুন<<>>বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!

এবার শ্রীলঙ্কায় পিছিয়ে পড়া লিটন দাসরা লড়াই ফিরিয়ে দিয়েছেন। জিতেছেন টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছিলেন। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পালা।

ডাচদের বিপক্ষে সিরিজ জয় খুব কঠিন হবে না তার আভাষ মিলেছে প্রথম ম্যাচেই। মূল ক্রিকেটারদের অনেককেই আনতে পারেনি নেদারল্যান্ডস। তাদের পরিবর্তে অনেক নতুন মুখদের নিয়ে গড়া এ দলটি বাংলাদেশের সঙ্গে পেরে উঠেনি।

টি-টোয়েন্টিতে গত কয়েক সিরিজ ধরেই ভালো করে আসছে বাংলাদেশ। পাকিস্তান ও আফগানিস্তানে তাদের বিপক্ষে দুটি সিরিজ বাদ দিয়ে উইন্ডিজ সফর থেকে এ ফরম্যাটে ধারাবাহিক পারফরম করছে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় এবার আরেকটি সিরিজ নিশ্চিত করতে চান লিটনরা। ‍  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়