
ছবি: আপন দেশ
মাগুরা-১ আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০১ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। হিসাম সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, আজ ভোররাতে স্টেশন এলাকার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল হিসাম। গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরওপড়ুন<<>>বিয়ের প্রলোভন ধর্ষণ, যুবক গ্রেফতার
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হিসামের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তাদের কাছে হিসামকে হস্তান্তর করা হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।