
মিথিলা-সৃজিত। ফাইল ছবি
জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয় করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, মিথিলা- সৃজিতের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে।
এমনকি, বেশ কিছুদিন ধরে একসঙ্গে তাদের কোথাও দেখা না মেলায় সে গুঞ্জন আরও বেড়ে যায়। তকে সব গুঞ্জনে জল ঢাললেন সৃজিত মুখার্জি। কারণ, রোববার (২৪ আগস্ট) রাতে নিজের পড়াশোনার ক্যারিয়ার নিয়ে এক বড় সুসংবাদ দেন মিথিলা।
এ অভিত্রেী জানান, পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। পেয়েছেন একটি নতুন পরিচয়ও- ‘ডক্টোরেট’ উপাধি। আর মিথিলার এ সাফল্যে প্রশংসা করেছেন স্বামী সৃজিত।
আরওপড়ুন<<>>পারিশ্রমিক নিয়ে বৈষম্যের অভিযোগ কৃতি শ্যাননের
সোমবার (২৫ আগস্ট) বিকেলে মিথিলার সেই পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে সৃজিত লিখেছেন, অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা! এর আগে মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সৃজিত। এমনকি ভারতীয় গণমাধ্যমেও আইরার অভিনয়ের প্রশংসা করেছিলেন তিনি।
এদিকে, ভক্তদের একাংশের মনে সৃজিত-মিথিলার দূরত্ব নিয়ে নানা প্রশ্ন থাকলেও মিথিলাকে ঘিরে সৃজিতের সাম্প্রতিক প্রতিক্রিয়াগুলো সে গুঞ্জনকে অনেকটাই থামিয়ে দিয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।