তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের চমৎকার বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে রাখতে সমর্থ হয়েছিল বাংলাদেশ। তাতে আরও একবার এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্নটা উকি দিচ্ছিল সমর্থকদের মনে। কিন্তু সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলীরা ব্যাট হাতে নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেননি। ফলে স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়তে হলো লাল সবুজের সমর্থকদের।