Apan Desh | আপন দেশ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

ছবি : আপন দেশ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়িএকটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের বাবা-ছেলেসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান। 

নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশা চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। 

এ সময় আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী এবং মেয়ে রূপা মনি দাস। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন<<>>পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুর্গা পূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নামেন তারা। পরে অটোরিকশা করে নারচী গ্রামে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লবের মৃত্যু হয়।

ওসি জামিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। ট্রাক পুলিশের হেফাজতে আছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়