Apan Desh | আপন দেশ

বাদামের কুলফি তৈরির রেসিপি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বাদামের কুলফি তৈরির রেসিপি

ফাইল ছবি

ঠান্ডা আর মিষ্টি স্বাদের কুলফি দেখলে লোভ সামলানো দায়। ছোট-বড় সব বয়সীর কাছেই এটি সমান জনপ্রিয়। বাড়িতে কম খরচেই তৈরি করতে পারবেন সুস্বাদু বাদামের কুলফি। এটি স্বাস্থ্যকরও। বাড়ির সবাইকে চমকে দিতে চাইলে চুপি চুপি তৈরি করে নিতে পারেন সুস্বাদু বাদামের কুলফি। চলুন জেনে নেয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

তরল দুধ- আধা লিটার

পাউডার দুধ- ২ কাপ

ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম- হাফ কাপ

পেস্তা বাদাম কুচি- ২ চামচ

কাজু বাদাম কুচি- ২ চামচ

চিনি- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

তরল দুধ জ্বাল করে ঘন করে নিতে হবে। এরপর তাতে ধীরে ধীরে গুঁড়া দুধ মেশাতে হবে। দুধ ঘন হয়ে এলে তাতে চিনি ও ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পেস্তা ও কাজু বাদাম গুঁড়া মিশিয়ে দিন। নামিয়ে আইসক্রিমের মোল্ডে ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা পর জমে গেলে বের করে পরিবেশন করুন সুস্বাদু বাদামের কুলফি।

আপন দেশ/এমবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়