Apan Desh | আপন দেশ

ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানের খেলার দৃশ্য

তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের চমৎকার বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে রাখতে সমর্থ হয়েছিল বাংলাদেশ। তাতে আরও একবার এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্নটা উকি দিচ্ছিল সমর্থকদের মনে। কিন্তু সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলীরা ব্যাট হাতে নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেননি। ফলে স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়তে হলো লাল সবুজের সমর্থকদের।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের দেয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোর বোর্ডে ১২৪ রান জমা করতে সমর্থ হয় বাংলাদেশ। ফলে ১১ রানের হার নিয়ে বিদায় নিতে হলো টাইগারদের। অপরদিকে ফাইনালের টিকিট নিশ্চিত করেই মাঠ ছাড়েন সালমান আগারা।

টস জিতে আগে বোলিং নিয়েছিল বাংলাদেশ। বোলাররা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন। তাসকিন আহমেদ চার বলের মধ্যেই ফারহানকে ফেরান। পরে রিশাদ, শেখ মাহেদি আর মোস্তাফিজ মিলে পাকিস্তানের টপ অর্ডার গুটিয়ে দেন। এক পর্যায়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল সালমান আগার দল।

আরও পড়ুন<<>>আজ পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

কিন্তু শেষদিকে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ ও নওয়াজের ১৫ বলে ২৫ রানে ভর করে পাকিস্তান দাঁড় করায় ১৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। বাংলাদেশের হয়ে তাসকিন ঝলমলে ছিলেন—৪ ওভারে ২৮ রানে নেন ৩ উইকেট। রিশাদ ও মোস্তাফিজও পেয়েছেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নামতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ইমন শূন্য হাতে ফেরার পর হৃদয়ও ব্যর্থ। ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরি করা সাইফ খেলেন মাত্র ১৮ রানের ইনিংস। একে একে নুরুল হাসান, মাহেদি, জাকের আলী ফিরে গেলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

শামীম হোসেন অবশ্য কিছুটা লড়াই করেছিলেন। ২৫ বলে ৩০ রান করে তিনি কিছুটা আশার আলো জ্বালালেও শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফিরতেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। এরপর কেবল ব্যবধান কমানোর লড়াই। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে থামে বাংলাদেশের ইনিংস ১২৪ রানে।

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ নিয়েছেন ৩টি করে উইকেট। সাইম আয়ুব পেয়েছেন ২ উইকেট।

বাংলাদেশ বিদায় নেয়ায় রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর এ প্রথম আরেকটি বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তবে এশিয়া কাপে এ প্রথম।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়