Apan Desh | আপন দেশ

‘পিআর-প্রতীক নিয়ে জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না’

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

‘পিআর-প্রতীক নিয়ে জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না’

ছবি : আপন দেশ

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (সংখ্যানুপাতিক বা পিআর) পদ্ধতি এবং প্রতীক নিয়ে তৈরি জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহিদ সাটুহল মিলনায়তনে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে। আইনের বাইরে গিয়ে কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সর্বদা প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন<<>>আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অতীতের নির্বাচনে যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা যায় কিভাবে কমিশন নিবিড়ভাবে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলেও জানান তিনি।

কর্মশালায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়