
সংগৃহীত ছবি
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আর শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপে চাপে পড়ে পাকিস্তান। পেসার তাসকিন আহমেদ ও অফ-স্পিনার মেহেদী হাসান দুটি উইকেট নিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এটি অলিখিত সেমিফাইনাল। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট পান তাসকিন আহমেদ। তিনি পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে দেন। ব্যক্তিগত ৪ রানে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফারহান। এ উইকেটের মধ্য দিয়ে তাসকিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন। তিনি বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়লেন। তার আগে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এ রেকর্ড করেছিলেন।
দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আবারও উইকেট হারায় পাকিস্তান। এবার অফ-স্পিনার মেহেদী হাসান বল করেন। তিনি সাইম আইয়ুবকে কোনো রান করতে না দিয়েই আউট করেন। সাইম তিন বল খেলে শূন্য রানে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন। এবারের এশিয়া কাপে এটি সাইমের চতুর্থ শূন্য রান। এ উইকেট হারিয়ে পাকিস্তান ৫ রানে তাদের দ্বিতীয় উইকেট হারায়।
এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। মূল অধিনায়ক লিটন দাস আজও খেলছেন না। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান। তাদের জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান ও তাসকিন আহমেদ। দলের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী।
অন্যদিকে, পাকিস্তান দলে কোনো পরিবর্তন আনা হয়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।