Apan Desh | আপন দেশ

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৩১, ২১ সেপ্টেম্বর ২০২৫

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

কবি রেজাউদ্দিন স্টালিন

কবি রেজাউদ্দিন স্টালিনকে এক বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। শিল্পকলা অ্যাকাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আইন অনুযায়ী রেজাউদ্দিন আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। তিনি কবি রেজাউদ্দিন স্টালিন নামে সমধিক পরিচিত। আশির দশকে তিনি জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব ছিলেন। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাকে বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার দেয়া হয়। এর আগে তিনি নজরুল অ্যাকাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরওপড়ুন<<>>অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

তার লেখনীতে সবসময় মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক অন্যায়ের প্রতিবাদ এবং সৌন্দর্য্যকে ভিন্নমাত্রায় প্রকাশ করার এক অনন্যতা লক্ষণীয়। স্টালিন ২০২২ সালে ইউক্রেনের নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ লাভ করেছেন। এ পুরস্কারটি ইউক্রেন লেখক ইউনিয়ন ও চেরেনোভিস ক্লাব যৌথভাবে দিয়ে থাকে। কবি রেজাউদ্দিন স্টালিনের গ্রন্থ সংখ্যা ৪৫। তার কবিতা বহু ভাষায় অনুদিত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। পরে গত বছরের ০৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়, পুনর্গঠন করা হয় শিল্পকলা অ্যাকাডেমির পরিষদ।

কিন্তু মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। এরপর ০৪ মার্চ শিল্পকলা অ্যাকাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়। এরপর গত ১৪ সেপ্টেম্বর এক অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়।
এর এক সপ্তাহের মাথায় সে দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি চুরি হওয়া বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইনে বাজেয়াপ্ত ৪ রাজনীতিবিদ নিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজ সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ-অর্থপাচারের ২৩ বস্তা আলামত উদ্ধার আর্থিক খাতে স্বচ্ছতায় বাংলাদেশকে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের গাজা দখলের যুদ্ধে আরও ৯১ ফিলিস্তিনির প্রাণহানি রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের