Apan Desh | আপন দেশ

২৮৭ কোটি টাকা তোলার চেষ্টা ইকবালের, আটকে দিল বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

২৮৭ কোটি টাকা তোলার চেষ্টা ইকবালের, আটকে দিল বিএফআইইউ

ছবি: সংগৃহীত

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকে থাকা হিসাব থেকে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যদের ২৮৭ কোটি টাকা তুলে নেয়ার চেষ্টা আটকে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় ডা. ইকবাল ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রিমিয়ার প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি, প্রিমিয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট, ইকবাল সেন্টার, প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি ও বুখারা রেস্টুরেন্টের বিভিন্ন হিসাব থেকে অর্থ তুলে নেয়ার জন্য তারা কয়েকটি বেসরকারি ব্যাংকে চেক জমা দিয়েছিলেন।

নিয়ম অনুযায়ী, অন্য কোনো ব্যাংকে চেক জমা হলে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের মাধ্যমে স্বাক্ষর ও টাকার পরিমাণ যাচাই করা হয় এবং একই কার্যদিবসে হিসাব-টু-হিসাব নিষ্পত্তি করা হয়। পুরো প্রক্রিয়াটি অনলাইনে স্বয়ংক্রিভাবে সম্পন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব নয়।

তবে বিএফআইইউয়ের হস্তক্ষেপে লেনদেনগুলো মাঝপথেই আটকে যায়। প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে তারা বিএফআইইউ থেকে নির্দেশনার অপেক্ষায় আছে।

আরওপড়ুন<<>>সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৯১ হাজার

ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলেও প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর-কে ফোনে পাওয়া যায়নি। তবে বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। তবে জেনেছি, বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে আগেই অর্থ উত্তোলন স্থগিত রাখতে বলেছিল। ব্যাংকটিকে নিয়মের মধ্যে পরিচালনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ইকবাল, তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী, তিন সন্তান মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল ও নওরীন ইকবাল এবং আরেক সদস্য জামাল জি আহমেদের সব ব্যাংক হিসাব অবরুদ্ধ রয়েছে। এসব হিসাব ২০২৪ সালের ১১ নভেম্বর অবরুদ্ধ করা হয়েছিল।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে। স্বাস্থ্যগত কারণে ডা. ইকবাল চলতি বছরের ১২ জানুয়ারি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর তার ছেলে মোহাম্মাদ ইমরান ইকবালকে চেয়ারম্যান পদে বসানো হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, ডা. ইকবাল ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও হোটেল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন।

আগের মাসে বিদেশে অবস্থান করে তিনি প্রিমিয়ার ব্যাংকের হিসাব থেকে প্রায় দেড় কোটি টাকা উত্তোলন করেছিলেন। এ ঘটনায় ব্যাংককে ১ কোটি ১১ লাখ টাকা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়