Apan Desh | আপন দেশ

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ধুনট (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ছবি : আপন দেশ

‘আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে’ এ শ্লোগান ধারণ করে এগিয়ে যাচ্ছে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাব। সে ধারাকে এগিয়ে নিতে এবার গঠন করা হলো পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন  দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন টিক্কা। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ রাশেদ। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে  ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

আহবায়ক কমিটির দেয়া তথ্য পর্যালোচনা করে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী সাংবাদিক কারিমুল হাসান লিখন আহবায়ক কমিটির গঠনের ৩০ কার্যদিবস শেষে এ কমিটি ঘোষণা করেন। 

আরও পড়ুন<<>>সাংবাদিক সুরক্ষা আইন করে যাবো: তথ্য উপদেষ্টা

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জাফিউল ইসলাম বাবু (আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি রাকিবুল ইসলাম (নয়াদিগন্ত), আনোয়ার হোসেন (এনপিবি), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম তিনু (চিফ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (নিউজ এবিটিভি ডট কম), হাবিব হাসান মোহন (মানবজমিন), সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন (চ্যানেল টেন), দফতরর সম্পাদক নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল ইসলাম (স্বাধীন ভোর), কার্যনির্বাহী সদস্য এস.এম আরিফুল আমিন (প্রতিদিনের বাংলাদেশ), সোহেল রানা (কলম সৈনিক), নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), শামীম আহমেদ সুজন (মাতৃজগত) ও মাসুদ রানা (ডেইলি বগুড়া)।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়