
ছবি: আপন দেশ
ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ভারতে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই। বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন আছেন। তাকে দেশে পাঠিয়ে দিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ অভিযোগের জবাবে পাল্টা কটাক্ষ করে এসব কথা বলেন বিরোধী রাজনৈতিক দলের এ নেতা।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। চলতি বছরের শেষ দিকে হবে এ নির্বাচন। তাই ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা।
ক্ষমতাসীন বিজেপি থেকে শুরু করে বিরোধী শিবির সবাই অভিযোগ-পাল্টা অভিযোগে সরব হয়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো—বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা অবস্থান করছে এবং তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারে।
আরওপড়ুন<<>>উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
গত সপ্তাহে বিহারের এক জনসভায় দেশটির প্রধানমন্ত্রী বিরোধী দল কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের মদত দেয়ার অভিযোগ করেন। নরেন্দ্র মোদি বলেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এ অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য জনসংখ্যাগত সংকট তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ নিয়ে ভিন্ন অবস্থান নেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। মোদির উদ্দেশে তিনি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাচল অঞ্চলে। বিহারের সীমাচল অঞ্চলেই ওয়াইসির দল গত নির্বাচনে আসন জয় করেছিল।
ওয়াইসি আরও বলেন, আপনি (নরেন্দ্র মোদি) বলছেন বিহারে বাংলাদেশি আছে। কিন্তু বিহারে নেই। আপনার দিল্লিতেই একজন বাংলাদেশি আছেন—আপনার বোন শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফেরত পাঠান। চাইলে তাকে সীমাচলে পাঠান, আমরা তাকে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেব।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর পতনের পর ভারতে পালিয়ে যান তিনি। বর্তমানে দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহবান জানালেও এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি মোদি সরকার।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।