Apan Desh | আপন দেশ

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শিমুল বাদ, জানা গেল কারণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শিমুল বাদ, জানা গেল কারণ

শিমুল শর্মা। ছবি সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি।‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এ নির্মাতা। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে নিজেকে এক অনন্য জায়গায় নিয়ে গেছেন আরেফিন রুমি।

জনপ্রিয় এ ধারাবাহিকটিতে শিমুল চরিত্রটি দর্শক মনে ব্যাপকভাবে জায়গা করে নিয়েছে। আর এ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা অমির সহকারী শিমুল শর্মা। নাটকের অন্যান্য চরিত্রের মতো এ চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।

সিজন ৫- এ বেশ কয়েকটি পর্বে দেখা গিয়েছে তাকে। তবে নতুন খবর হলো- ‘ব্যাচেল পয়েন্ট’ এ হয়ত আর দেখা যাবে না শিমুলকে! এমনটাই জানা গেল আলোচিত ধারাবাহিকের ইউনিট সংশ্লিষ্ট সূত্র থেকে।

আরওপড়ুন<<>>গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান, জানা গেল কারণ

তবে বিষয়টি নিয়ে শিমুল বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে আমাকে বাদ দেয়া হয়েছে বা আর দেখা যাবে না বিষয়টি আসলে তেমন নয়। গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। যেহেতু কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ। এ কারণে গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী যেতে হচ্ছে! আগামীতে আবার প্রয়োজন হলে আমি ‘ব্যাচেলর পয়েন্ট’ এ আসব।

উল্লেখ্য, ধারাবাহিকটির নতুন সিজনের এপিসোডগুলো বেশ জমে উঠছে। ইতোমধ্যে দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ফিরে এসেছে নেহাল চরিত্র, যেখানে অভিনয় করছেন তৌসিফ মাহববু।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়