
ছবি: আপন দেশ
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এরআগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁও ও তেজগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালীর বাউফল থানা ছাত্রলীগ কর্মী মো. আবির হোসেন (১৯), একই থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ (২০), মতিঝিল থানার ৮ নম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান (২৬), একই থানার ৯ নম্বার ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৮) ও খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু (৪৮)।
আরওপড়ুন<<>>সাবেক ভূমিমন্ত্রীর এজেন্ট আজিজ-উৎপল গ্রেফতার
ডিএমপি সূত্রে জানা যায়, শুক্রবার তেজগাঁও থানাধীন কারওয়ানবাজার পেট্রোবাংলার অফিসের গেটের সামনে সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা অনেকজন সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ আবির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে এবং একই দিন আকিদুল ইসলামকে গ্রেফতার করে।
অপরদিকে, গত ১৫ সেপ্টেম্বর খিলগাঁও থানা এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় অংশগ্রহণকারী সন্ত্রাস বিরোধী আইনের সন্দিগ্ধ আসামি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আরিফুর রহমান, তাহমিদুল হাসান ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।