Apan Desh | আপন দেশ

মালদ্বীপে দুই বাংলাদেশি গ্রেফতার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

মালদ্বীপে দুই বাংলাদেশি গ্রেফতার

ছবি: সংগৃহীত

এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপে নগদ অর্থসহ বিপুল পরিমাণ সিগারেট, তামাকের প্যাকেট এবং অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) তাদের গ্রেফতার করে দেশটির পুলিশ। প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার বাংলাদেশিরা হলেন, মো. শামীম মিয়া (৩৭) এবং আলাউদ্দিন (২২)।

আরওপড়ুন<<>>কুয়েতে জামালপুরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

সান এমভির প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে অবৈধ ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এমন অভিবাসীদের বিরুদ্ধে দেশটির জাতীয় অভিযানের অংশ হিসেবে ওই দুই প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে প্রশাসনকে সহায়তা করে দেশটির অভিবাসন বিভাগ ও মালদ্বীপ কাস্টমস সার্ভিসের ১৩ জন কর্মকর্তা।

এতে আরও বলা হয়, মালদ্বীপের হুলহুমালে শহরে অবৈধ অভিবাসীদের বসবাসকারী ভবনগুলোতে তল্লাশি চালানোর সময় এ দুই প্রবাসীকে অবৈধ ব্যবসায় জড়িত থাকার বিষয়েও পুলিশ নিশ্চিত হয়।

সান এমভি বলছে, ভবনটিতে তল্লাশি করার সময় তাদের কাছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ সিগারেটের বাক্স, তামাকের প্যাকেট এবং নগদ স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার পাওয়া গেছে। এ সময় তাদের দুজনকেই গ্রেফতার করে অভিবাসন বিভাগে হস্তান্তর করে মালদ্বীপ পুলিশ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়