Apan Desh | আপন দেশ

নাম বদলে ফুটবল লিগ শুরু হচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নাম বদলে ফুটবল লিগ শুরু হচ্ছে আজ

বাফুফে লোগো

এতদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নামে পরিচিত ছিল। তবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে নতুন নাম— বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এ নামে দেশের দুই ভেন্যুতে খেলা শুরু হচ্ছে। মুন্সীগঞ্জে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ এবং মানিকগঞ্জে দুই পড়শি আরামবাগ ও ফকিরেরপুল ইয়ংমেন্স মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু বেলা পৌনে ৩টায়।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৫-২৬ মৌসুমের বিএফএলের সূচি প্রকাশের পর বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আপত্তি জানিয়েছে। 

সাদা-কালোদের অভিযোগ, কোনো প্রকার আলোচনা ছাড়াই আসন্ন মৌসুমের জন্য ফিকশ্চার তৈরি করেছে বাফুফে। সে সঙ্গে মোহামেডান বাফুফের পেশাদার লিগ কমিটির বিলুপ্তিরও দাবি জানায়। 

আরও পড়ুন<<>>ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বাফুফে জানিয়েছে, ঘরোয়া ফুটবল লিগের নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া লিগের লোগোতেও পরিবর্তন আসছে। ২০০৭ সালে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি-লিগ নাম দিয়েছিল। ২০০৮ সালে বি-লিগের নাম হয় বাংলাদেশ লিগ।

২০১১ সালে আবার নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ করা হয়। এক যুগের বেশি সময় এ নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে। এবার সেটি শুরু হচ্ছে নতুন নামে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়