
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ নিজের দর্শনীয় লুক আর অভিনয় দিয়ে ক্রমেই সীমানা ছাড়িয়ে যাচ্ছেন। শুধু বাংলা সিনেমাই নয়, ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে মিষ্টি হাসির এ অভিনেত্রীর। তবে শুধু অভিনয়েই নয়, সাদামাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্য ভক্তদের পছন্দের একজন এ ফারিণ।
শুধু নাটকে নয়, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ গত ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ভিন্নধর্মী অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ইনসাফ। সেখানে নায়িকা হিসেবে ব্যাপক নজর কেড়েছেন দর্শকের মাঝে।
এবার ভিন্ন এক মুডে ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হলেন ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা সম্প্রতি আইফোন ১৭ হাতে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন<<>>‘আধখানা ডিমের জন্য ঝগড়া করতে দেখেছি’
নিজের ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন ফারিণ। পরনে কালো টপ ও প্রিন্টের স্কার্ট। খোলা চুল আর মিষ্টি হাসিতে হাতে ধরা নতুন আইফোন ১৭। ক্যাপশনে লিখেছেন সংক্ষেপে— ‘পেয়েছি।’
ছবিটি ঘিরে ইতোমধ্যে ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।’
উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছায় অভিনয় শুরু করা এ অভিনেত্রী ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কাজ করেন। একই বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।