Apan Desh | আপন দেশ

তাহসানের অবসর গুঞ্জনে ফেসবুকে মিথিলার পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

তাহসানের অবসর গুঞ্জনে ফেসবুকে মিথিলার পোস্ট

ফাইল ছবি।

তাহসান ও মিথিলার সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে প্রত্যেকে নিজ নিজ জীবনে অন্য সম্পর্কের সঙ্গে যুক্ত। তবুও এ জুটিকে নিয়ে তাদের ভক্তদের আগ্রহের কমতি নেই।

তাহসান কিংবা মিথিলার কোনো ঘটনা হলেই শুরু হয় আলোচনা। তেমনি আবারও আলোচনায় এলেন সাবেক তারকা দম্পতি তাহসান-মিথিলা।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, সংগীত জগত ছাড়ছেন তাহসান খান। এ ঘটনার পর অনেকে স্বাভাবিকভাবেই মিথিলার ফেসবুক ওয়ালে চোখ রাখছিলেন। তিনি কি লেখেন সেটা নিয়ে আগ্রহ সবার। মিথিলাও অবশ্য লিখেছেন। তবে তিনি তাহসানকে নিয়ে নয়, নিজের ব্যস্ততা নিয়েই মনোযোগী।

আরওপড়ুন<<>>‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শিমুল বাদ, জানা গেল কারণ

মিথিলা নিজের ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করে লিখেছেন, ‌আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপন করেছি।

পরে তিনি যোগ করেছেন, লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কাটল। তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

উল্লেখ্য, গত মাসের শেষে মিথিলা জানান, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করেছেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়