
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে এবারের ফাইনাল একটু ভিন্ন। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। ১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি আগে।
এদিকে, ক্রিকেটপ্রেমীদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ স্বপ্নের মতো। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের লড়াই এখন আর তেমন জমে না। তবু তাদের সমর্থকদের কাছে এখনও এটি বহুল আরাধ্য ম্যাচ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে শিরোপা লড়াইয়ে নামবে দুই শত্রু দেশ। এশিয়া কাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান, আর দুটিই ভারতের বিপক্ষে। আর কোনো দলের বিপক্ষে হারেনি তারা।
আরওপড়ুন<<>>বিশ্ব কারাতে প্রবাসী বাংলাদেশির স্বর্ণজয়
এদিকে, স্বপ্নের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ সেই ভারত। যাদের কাছে গ্রুপ ও সুপার ফোর পর্বের ম্যাচে হেরেছিল পাকিস্তান। অপরদিকে, চলতি এশিয়া কাপে এখনও একটি ম্যাচেও হারেনি ভারত।
তবে পরিসংখ্যান বলছে, সামগ্রিকভাবে এগিয়ে আছে পাকিস্তান। ভারতের বিপক্ষে পাঁচটি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে সালমান আগা খানের পাকিস্তান। যার মধ্যে পাকিস্তান জিতেছে তিনটিতেই।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।