Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা গ্রেফতার

ছবি: আপন দেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চেকের মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক বিএনপি নেতা মো.ইউসুফ চৌধুরীকে (৪৪) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউসুফ চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। তিনি ওই ইউনিয়নের মৃত নুরুল হক চৌধুরীর ছেলে।

আরওপড়ুন<<>>টঙ্গির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

জানা যায়, বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চেকের মামলাসহ দুটি মামলায় প্রায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তিনি। সাজা এড়াতে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন ওই বিএনপি নেতা। রোববার দুপুরের দিকে র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। পরে ওইদিন সন্ধ্যার তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব-১১।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। তিনি চেকের ১৯ লাখ টাকার মধ্যে প্রথমে ১৬ লাখ টাকা প্রথমে পরিশোধ করেন। বাকী ৩ লাখ টাকাও পরিশোধ করে দিয়েছেন। আদালত খুললেই তার জামিন হয়ে যাবে। চেকের মামলায় পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, আসামিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ইউসুফ চৌধুরীর দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

আপন দেশ/এমএইচ  
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়