
ছবি : আপন দেশ
জুলাইযোদ্ধা ‘কে এম মামুনুর রশীদ মামুনের সন্ধ্যানের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আসিফ চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো. আক্তারুল ইসলাম আক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবিদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আরাফাত হোসেন, জুলাই যোদ্ধা সায়েম রহমান সিয়াম, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক ঝুমা মারিয়াম, কাজী হাফিজা, যুগ্ম সদস্য সচিব নাহিদ হোসেন, কাজী লাইলা, প্রমুখ।
আরও পড়ুন<<>>ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করায় পরিকল্পিতভাবে যোদ্ধা মামুনুর রশিদ মামুনকে গুম করা হয়েছে। শেখ হাসিনার মত এ সরকার গুমের রাজনীতি চালু করলে ছাত্রজনতা আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য হবে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে গুম করার হচ্ছে। অবিলম্বে জুলাই যোদ্ধা মামুনুর রশিদ মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
তারা আরো বলেন, দেশে যেধারাবাহিকভাবে গুম-খুন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তা গণতন্ত্রের জন্য বড় হুমকি। এভাবে রাষ্ট্রে দমননীতি চালিয়ে গেলে কোনোভাবেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন—নিখোঁজ মামুনসহ সকল গুম হওয়া নাগরিকদের অবিলম্বে খুঁজে বের করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে মানবাধিকার রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী জনমত গড়ে তোলার জন্যও আহবান জানান ।
মানববন্ধনে আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন স্তরের ছাত্র, যুব ও নারী সদস্যরাও অংশগ্রহণ করেন।
উল্লেখ ২১ সেপ্টেম্বর ঢাকার তুরাগ থেকে নিখোঁজ হন মামুনুর রশীদ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।