Apan Desh | আপন দেশ

‘চাপের কারণে ইসি শাপলা প্রতীক দিচ্ছে না’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫

‘চাপের কারণে ইসি শাপলা প্রতীক দিচ্ছে না’

ছবি: আপন দেশ

আইনগত বাধা না থাকলেও চাপের কারণে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এ সময় তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন>>>‘পিআর পদ্ধতি সংবিধানে নেই, আইন বদলানো আমাদের পক্ষে সম্ভব নয়’

নিউইয়র্কে আওয়ামীলীগের হামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, যাদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটেছে, সরকার তাদেরকে নিয়ে সফরে গিয়েছে। অথচ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার দায়িত্ব সরকারেই ছিল। এখানে সরকার ব্যর্থ। সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে।

এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম  সদস্যসচিব প্রতীম দাশ ও জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলম উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়