Apan Desh | আপন দেশ

ফেসবুকে ভুয়া প্রোফাইল নিয়ে ক্ষুব্ধ প্রভা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফেসবুকে ভুয়া প্রোফাইল নিয়ে ক্ষুব্ধ প্রভা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় দেশসেরা মডেল অভিনেত্রী ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত একটি দূর্ঘটনা তার ক্যারিয়ার প্রায় শেষ করে দিয়েছিল। জীবনের নানা উত্থান-পতনের পরও আত্মবিশ্বাসে উঠে দাঁড়িয়েছেন আস্তে আস্তে। শুধু পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সরব তিনি। আর সেখানেই ক্ষোভ ঝাড়লেন এ অভিনেত্রী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে লাইভে ভক্তদের মাঝে ধরা দেন প্রভা। কথা বলার সময় এক দর্শক অভিনেত্রীকে বলেন, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ প্রসঙ্গে প্রভা বলেন, হ্যাঁ, অনেক ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখেছি। এমনকি ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে—আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেই আমার নয় বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন<<>>ব্যাংককে রোমান্সে মেতেছেন ইমরান হাশমি-দিশা পাটানি

ভুয়া প্রোফাইল দেখলে যেন তা রিপোর্ট করা হয় এবং শুধুমাত্র তার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড আইডিতেই যোগাযোগ রাখা হয়। তিনি বলেন, তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে কেউ রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী কথা বা অর্থ দাবি করলে তা যেন কেউ বিশ্বাস না করেন। 

প্রভা বলেন, আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। 

ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় অভিনেত্রী আরও বলেন, আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন বলে জানান প্রভা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়