Apan Desh | আপন দেশ

হামিদ ফেব্রিক্সের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

হামিদ ফেব্রিক্সের সর্বোচ্চ দরপতন

ছবি : আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

আরও পড়ুন<<>>ব্লকে ২৭টি প্রতিষ্ঠানে ১৮ কোটি টাকার লেনদেন

দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৮ শতাংশ কমেছে। আর ৯ দশমিক ৩৮ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়