Apan Desh | আপন দেশ

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

ছবি : আপন দেশ

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা আবেদন বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব দেশগুলোর নাগরিকরা আরব আমিরাতের ভিসার জন্য আবেদনও করতে পারবেন না।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এসব দেশগুলোর নাগরিকরাও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

আরও পড়ুন<<>>ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার।

বর্তমানে এ তালিকার কিছু দেশের নাগরিকরা আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারলেও, ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে সে সুযোগ বন্ধ হয়ে যাবে। পরবর্তী কোনো নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়