Apan Desh | আপন দেশ

সেজন্যই জামায়াতের সভায় কেউ কেউ ‘জয় বাংলা’ বলে ফেলেন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সেজন্যই জামায়াতের সভায় কেউ কেউ ‘জয় বাংলা’ বলে ফেলেন

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি সংগৃহীত

ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুলগুলো জামায়াতে ইসলামী করে। এমন মন্তব্য করেছেন, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

তিনি বলেন, শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে ১৯৮৬ সালে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে, বৈধতা দিতে নির্বাচন করেছিল, তখন শেখ হাসিনার সঙ্গে জামায়াতও নির্বাচনে অংশ নেয়। আবার ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন চালিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন বিএনপির এ নেত্রী।

রুমিন ফারহানা বলেন, জামায়াতের আমীর, নায়েবে আমীর বা সেক্রেটারি জেনারেল যা বলেন, সেটা একেবারে গ্রামের কর্মী পর্যন্তও জানেন। আমি বহু জায়গায় বলেছি। নিজেরাও স্বীকার করেন— তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলেন। একদম টপ লিডারশিপ যা বলবেন, সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন।

আরওপড়ুন<<>>জাতীয় নির্বাচনে ‘নীল নকশা’র শঙ্কায় রিজভী

সুতরাং যে আহবান জামায়াতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পর পর এসেছে ‘আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম’, গত এক বছর ধরে তাদের নেতাকর্মীরা সে আহবানে সাড়া দিয়ে কাজকর্ম চালিয়ে গেছেন, যোগ করেন তিনি। 

বিএনপির এ নেত্রী আরও বলেন,  সে কারণে ওনাদের কোনো সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে, তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন ‘জয় বাংলা’। মানে মুখ ফোসকে বেরিয়ে যায়। দীর্ঘদিনের অভ্যাস তো মুখ ফোসকে বেরিয়ে যায়।

গত ১৫ বছর যখন ছাত্রদল ক্যাম্পাসে এক মুহূর্তের জন্যও ঢুকতে পারেনি। তখন শিবিরের নেতাকর্মীরা খুবই চমৎকারভাবে ছাত্রলীগের মধ্যে একীভূত হয়ে রাজনীতি করতে পেরেছে। প্রত্যেকটা হলে হলে শিবিরের কর্মীরা থাকতে পেরেছে, রাজনীতি করতে পেরেছে। তাদের মতো করে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে ক্যাম্পাসে একটা দখলও রাখতে পেরেছে। শিবিরের এ রাজনীতি করার একটা সুফল তারা নির্বাচনে পেয়েছে। 

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়