Apan Desh | আপন দেশ

ব্লকে ২৭টি প্রতিষ্ঠানে ১৮ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ব্লকে ২৭টি প্রতিষ্ঠানে ১৮ কোটি টাকার লেনদেন

ছবি : আপন দেশ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৮ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৯৪ লক্ষ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

আরও পড়ুন<<>>লেনদেনে ধীরগতি, ১৭৭ শেয়ারের দরপতন

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৮১ লক্ষ ৫২ হাজার টাকার। আর ১ কোটি ৬ লক্ষ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি ।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ১ কোটি ৪ লক্ষ ৩৯ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৮১ লক্ষ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়