
ছবি: আপন দেশ
টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনাতয়নে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ। প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ।
প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক মালেক আদনান।
আরওপড়ুন<<>>‘সাংবাদিকদের উপার্জন ভালো না হলে গণমাধ্যমের দুর্নীতি কমবে না’
টাঙ্গাইল প্রেসক্লাবের প্রায় ৩৭ জন সদস্য ও তাদের পরিবারের লোকজন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার খেলা পরিচালনায় সহযোগিতা করছেন সদস্য সচিব মোজাম্মেল হক ও প্রেসক্লাবের সদস্য অরণ্য ইমতিয়াজ, খন্দকার মাসুদুল আলম, মাসুম ফেরদৌস, আব্দুল্লাহ আল নোমান, রুমি আক্তার পলি ও মো. রওশন আলী।
প্রতিযোগিতায় সদস্যদের জন্য দাবা, ক্যারাম, টেবিল টেনিস, অকশন ব্রিজ, কলব্রিজ ও ব্রে খেলার আয়োজন করা হয়। এছাড়া সদস্যদের পরিবারের জন্য লুডু, ক্যারাম ও বাঘাডুলি খেলার আয়োজন করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।