
ছবি: আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেয়া হয়। এরপর কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এছাড়াও বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের গভর্নিং বডির অন্যান্য সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন। গভর্ণমেন্ট কলেজ অফ এপ্লাইড হিউম্যান সাইন্স, ন্যাশনাল হোম ইকোনোমিক্স কলেজ এবং আকিজ কলেজ অব হোম ইকোনোমিক্স এর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
গার্হস্থ্য অর্থনীতির ৫টি বিভাগের দুইটি বর্ষের ১০ জন কৃতি শিক্ষার্থীদেরকে ‘চেয়ারম্যান'স এওয়ার্ড’ ও ৩ জন কৃতি শিক্ষার্থীদেরকে ‘অধ্যাপক হারুন কাদের মো. ইউসুফ বৃত্তি’ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে গার্হস্থ্য অর্থনীতির ৫টি বিভাগের বিষয়ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সকল নবীন শিক্ষার্থী ও কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।