
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রোমান্সে ডুবে আছেন বলিউডের সিরিয়াল কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি ও নতুন প্রজন্মের নায়িকা দিশা পাটানি। এ মুহূর্তে এ তারকা জুটি ব্যাংককে রোমান্স মুডে কাজ করছেন। বর্তমানে ‘আওয়ারাপন' সিনেমার সিক্যুয়াল 'আওয়ারাপন ২’-এ র শুটিং নিয়ে ব্যস্ত আছেন তারা।
ব্যাংককের বিভিন্ন লোকেশনে চলছে এ সিনেমার দৃশ্যধারণ। এমন খবরই জানা গেছে প্রযোজনা সূত্রে। মাসব্যাপী চলবে সিনেমার শুটিং। সিনেমার প্রায় অর্ধেক দৃশ্যায়ন ব্যাংককে শেষ করা হবে বলে জানান নির্মাতা বিশেশ ভাট ও নিতিন কাকা।
জানা গেছে, ‘আওয়ারাপন ২’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। তাদের নিয়েই ব্যাংকে পুরো টিম থাকবে এক মাস। সিনেমার পুরো কাহিনিও ব্যাংকককে ঘিরে আবর্তিত হয়েছে। তাই বাস্তব লোকেশনেই হবে সিনেমার শুটিং।
আরওপড়ুন<<>>তাহসানের অবসর গুঞ্জনে ফেসবুকে মিথিলার পোস্ট
ইমরান হাশমি এ সিনেমায় আবারও শিবম চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী দিশা পাটানিও প্রিয় অভিনেতার সঙ্গে পুরো সিনেমার রোমান্টিক যাত্রা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন। প্রযোজক বিশেশ ভাট ‘আওয়ারাপন ২’ সিনেমার সংগীতের দিকে বিশেষ নজর দিয়েছেন।
‘আওয়ারাপন সিরিজের সিনেমাগুলোতে সংগীত সবসময় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে। এর দ্বিতীয় কিস্তিও ফ্যানদের হতাশ করবে না। ব্যাংককের শুটিং শেষে নভেম্বর মাসে আরেকটি শুটিং সেশন কাজ হবে। আশা করা হচ্ছে, পুরো কাজ আগামী জানুয়ারিতে শেষ করা যাবে বলে জানিয়েছেন বিশেশ ভাট।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।