Apan Desh | আপন দেশ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৯:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফাইল ছবি

বাংলা সাহিত্য ও সমাজ সংস্কারের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিন আজ (২৬ সেপ্টেম্বর)। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বরের এ দিনে কলকাতার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়।

তবে দারিদ্রতা ঈশ্বরচন্দ্রের শিক্ষালাভের আগ্রহকে কেড়ে নিতে পারেনি। শিক্ষার প্রতি প্রবল আগ্রহ থাকায় রাতে ঘরে আলো জ্বালানোর মতো সামর্থ্য না থাকলেও রাস্তায় লাইটের নিচে বসে পড়ালেখা চালিয়েছেন তিনি।

শুধু বাংলা ভাষা সাহিত্যেই নয়, একাধারে বেদান্ত শাস্ত্র, তর্ক ও জ্যোতির্বিজ্ঞানসহ নন্দনতাত্ত্বিক সমাজ গঠনেও দ্যুতি ছড়িয়েছেন বাংলা সাহিত্যের এ প্রাণ পুরুষ। ঘুণেধরা সমাজকে ঢেলে সাজানোর কাণ্ডারি ঈশ্বরচন্দ্র আধুনিক বাংলা ব্যাকরণের প্রবর্তক।

গ্রামের পাঠশালা থেকে সংস্কৃত শেখার পর বাবার সঙ্গে চলে যান কলকাতায়। সেখানেও বিভিন্ন ভাষায় শিক্ষালাভে গভীর মনোযোগ দেন তিনি। যার ধারাবাহিকতায়  ১৮৩৯ সালে বাংলা, সংস্কৃতি ও ইংরেজি ভাষায় অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃতি কলেজ থেকে তাকে দেওয়া হয় সম্মানজনক ‘বিদ্যাসাগর’ উপাধি।

আরওপড়ুন<<>>বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

শিক্ষালাভের পাশাপাশি সমাজ সংস্কারেও বিশেষ অবদান রাখেন ঈশ্বরচন্দ্র। তার অক্লান্ত পরিশ্রমেই নারীরা পেয়েছে তাদের পূর্ণ অধিকার, হিন্দু নারীরা পেয়েছেন মানুষ হয়ে বাঁচার প্রেরণা। কলুষিত সমাজকে নতুন করে ঢেলে সাজাতে সতীদাহ প্রথা উচ্ছেদ, বিধবা বিবাহ আইন পাসসহ অসংখ্য অবদান রয়েছে তার।

হোমিওপ্যাথি শাস্ত্রেও পাণ্ডিত্য ছিল এ নিরহংকার ব্যক্তিটির। অবদান রেখেছেন বাংলা লিপি সংস্কারেরও। পাশাপাশি তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও প্রাবন্ধিক।

তিনিই প্রথম বাংলায় যতিচিহ্নের প্রচলন ঘটিয়েছিলেন। শিক্ষার প্রকৃত অর্থ যে জ্ঞানলাভ, তার হাত ধরেই মানুষ শিখেছেন। আর তাই বিবিসি বাংলার ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে?’ জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ বিশজন বাঙালির তালিকায় অষ্টম স্থানে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৮৯১ সালে বাঙালি সমাজে প্রগতিশীল সংস্কারের অগ্রদূত এ মহান সংস্কারকের জীবনাবসান ঘটে। তবে মৃত্যুর শত বছর পারেও বহুমুখী প্রতিভার অধিকারী ঈশ্বরচন্দ্র স্মরণীয় হয়ে আছেন তার কাজের মাধ্যমে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়